• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

জমি নিয়ে বিরোধে নিম্ন মানের দেয়াল নির্মাণ অতঃপর দেয়াল ধসে এক শিশুর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ অক্টোবর ২০২৩

 সিংগাইর( মানিকগঞ্জ) প্রতিনিধি:


মানিকগঞ্জের সিংগাইরে ফয়সাল ( ৮) নামে এক শিশু দেওয়ালের চাপায় মারা গেছে । বৃহস্পতিবার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের এ ঘটনা ঘটে । নিহত শিশু ফয়সাল জামালপুর গ্রামের কাঠ মিস্ত্রি দেলোয়ারের পুত্র । সে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র । এঘটনায় পরিবারে চলছে কান্নার আহাজারি ।

পরিবার সূত্রে জানাগেছে বৃহস্পতিবার সকালে ফয়সাল প্রতিবেশী বজলুর বাড়ীর নির্মিত দেওয়ালের উত্তর পাশে বসে পশ্চিম পাশের সহপাঠীদের মোবাইল গেইম খেলা দেখতেছিল । এ সময় হঠাৎ দেওয়াল তার উপর ধসে পড়ে। ধসে পড়া দেওয়ালের চাপায় ঐ শিশুর মাথা ফেটে মারাত্মক জখম হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঘোনাপাড়া হাসপাতালে নেওয়ার সময় পথ্যি মধ্যে তার মৃত্যু হয়।


নিহত শিশু ফয়সালের ফুপু কুলছুম আক্তার বলেন, বাড়ীর পশের বজলু মিয়া সাথে আমাদের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলেআসছিল। জোর করেই আমার সীমানা দখল করে ৪-৫ বছর আগে নিম্ন মানের দেওয়াল তুলে বাউন্ডারি করেন। অনেক বার বলেছি দেওয়াল কিন্ত ভেঙ্গে আমার রান্না ঘরে পড়বে। দেওয়ালটা ঝুঁকি পূর্ণ। কোন গুরুত্বই দেই নাই। আজ সাকলে পুরো দেওয়াল ধসে আমার রান্না ঘর ভেঙে যায় আর আমার ভাইয়ের ছেলে দেওয়ালের চাপায় নিহত হন । আমি এর বিচার চাই।


বায়রা ইউনিয়নের ৫নং ওয়াডের ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, এটা একটি দূর্ঘটনা । আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেছে। শিশুর পরিবারকে্ এ শান্তনা দিয়ে তিনি বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার প্রস্তাব দেন। আপনারা রাজি থাকলে আমি মীমাংসার চেষ্টা করব।


সিংগাইর থানা ভার প্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ঐ শিশুর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads